আপনারা আমার কাছে চাইবেন এটা হতে পারে না – আব্দুল মালেক সরকার এমপি


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৪, ৭:৫৮ PM
আপনারা আমার কাছে চাইবেন এটা হতে পারে না – আব্দুল মালেক সরকার এমপি

ফুলবাড়িয়া : ফুলবাড়িয়া উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ছনকান্দা হাফেজিয়া মাদ্্রাসার স্থায়ী দাতা সদস্যদের ৭ম বার্ষিক সম্মেলন ও ওয়াজ মাহফিল মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা হতে দুপুর ১টা পর্যন্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুল মালেক সরকার। এ সময় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শরাফ উদ্দিন শর শুভেচ্ছা বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিস ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আতাউর রহমান, কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ শাইখ মো. আব্দুল্লাহ বিন সুরুজ। প্রধান বক্তা ছিলেন ভারতের শাইখ নূর মোহাম্মদ বর্ধমানী। সভা সঞ্চালনা করেন কমিটির সেক্রেটারী আজিজুল হক।
জাতীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুল মালেক সরকার বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই-বন্ধু আপনারা আমাকে অনেক দিয়েছেন, তিনবার ভোট দিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানিয়েছেন আপনাদের সমর্থনে উপজেলা চেয়ারম্যান হয়েছি, এইবার আপনারা মন ভরে ভোট দিয়েছেন বলে আমি এমপি হয়েছি। এটি একটি বিশাল বড় পদ। আপনারা আমার কাছে চাইবেন এটা হতে পারে না। ফুলবাড়িয়ার পূবে কোন মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ সরকারী অনুদান ছাড়া থাকবে না। কোন রাস্তাঘাট কাঁচা থাকবে না। বৈলর থেকে ফুলবাড়িয়ার রাস্তা চার লেন হবে। দয়া করে এ রাস্তার কাছে কেউ বাড়ি ঘর কইরেন না। কারণ রাস্তার জন্য পরে ভাঙ্গতে হবে। ঐ সময় এমপিকে বকা দিয়েন না। এ ছাড়াও জামালপুর থেকে ফুলবাড়িয়া হয়ে ভালুকা পর্যন্ত মহা সড়ক হচ্ছে। এ ছাড়াও ঈদগাহ মাঠ পর্যন্ত রাস্তা ইটের সলিং ঘোষণা দিতে চাইলে স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে কার্পেটিং করার ঘোষণা দেন। হাফেজিয়া মাদ্রাসায় অনুদান ও গোরস্থানে সোলার বাতি ও মাটি ভরাট করার জন্য অনুদান প্রদান করেন।
বক্তব্য শেষে একজন হাফেজ ছাত্রকে পাগড়ি পরিয়ে দেন প্রধান অতিথি মো. আব্দুল মালেক সরকার এমপি ও সম্মেলনের সভাপতি।

https://www.bkash.com/