একটা_সাহসী_মেয়ের_গল্প- কাব্য সুমী সরকার


প্রকাশের সময় : এপ্রিল ৪, ২০২৪, ৮:১০ PM
একটা_সাহসী_মেয়ের_গল্প- কাব্য সুমী সরকার

ঝুমা তার নাম। বয়স ১৮বছর। আড়াই বছর ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছে বিভিন্ন সময়ে। এখন হাসপাতালেই বেশিরভাগ সময় থাকে। মাতৃবিয়োগ হয়েছে আরও আগেই। পিতা রিকসা চালক। দরিদ্র মেয়েছির যক্ষা রোগে আক্রান্ত। এ পর্যন্ত তিনবার অপারেশন হয়েছে আজকে নিয়ে। আমরা আনোয়ারা করিম সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে একজন মানবিক হৃদয়ের ডাক্তারের সহযোগিতায় তার চিকিৎসা চালিয়ে যাচ্ছি। তার কিছু পরীক্ষা-নীরিক্ষা দেওয়া হয়েছে যার রিপোট আসবে দুমাস পর।
গলার কাছে বিশাল গর্ত হয়ে গেছে।
আজ ওর জন্য ঈদের পোশাক ও সামান্য নাস্তা নিয়ে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের, ১৭ নং ওর্য়াডে গিয়েছিলাম। এতো অসুস্থতার মাঝে সে খুব আনন্দিত নতুন পোশাক পেয়ে।
আমরা ওর চিকিৎসা চালিয়ে যাবো সে সুস্থ না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ।
ঝুমার জন্য দোয়া চাই…
সাথে ছিলো Alok Sarker
বি: দ্র: আলো ছড়ানো মানুষগুলোর গল্প মাঝে মধ্যেই তুলে ধরা হবে। এতে কাজপাগল মানুষগুলো উৎসাহ পাবে পাশাপাশি নতুন নতুন মানবিক মানুষ তৈরি হবে।

https://www.bkash.com/