বাচ্চাদের শরীরে সরিষার তেল লাগানো থেকে বিরত থাকুন!


প্রকাশের সময় : ডিসেম্বর ৫, ২০২৩, ৬:২৫ PM
বাচ্চাদের শরীরে সরিষার তেল লাগানো থেকে বিরত থাকুন!

সরিষার তৈলে ইউরিয়া থাকে সেক্ষেত্রে ব‍্যবহার না করাই ভালো। শিশুদের সরিষার তেল লাগানোর ফলে এরকম কন্টাক্ট ডার্মাটাইটিস এর রোগী প্রায়শই পাচ্ছি। খাঁটি সরিষার তেল আসলে কতোটা খাঁটি সেটাই দেখার বিষয়। আগেরকার বাপ-চাচার আমলের খাটি তেল এখন আর নেই!
শীতকালীন সময়ে নবজাতকের দেহে যত্র তত্র প্রোডাক্ট ব্যবহারে সতর্ক থাকুন। শিশুদের ত্বকে এরকম উপসর্গ দেখা দিলে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরমর্শ নিন।
কখনো কখনো সরিষার তেল লাগানো কতোটা খারাপ হতে পারে তার একটি সাধারণ চিত্র।
সুস্থ্য থাকুক সকল শিশুরা।

-ডাঃ মোঃ কুতুব উদ্দিন আইবেক
চর্ম যৌন সেক্স ও এলার্জি রোগ বিশেষজ্ঞ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।
০১৯১৭-৩৯৭০২৭

https://www.bkash.com/