অসহায়দের বাড়িতে এমপ্যাথি স্বেচ্ছাসেবী সংগঠন


প্রকাশের সময় : এপ্রিল ৮, ২০২৪, ৭:৩৬ PM
অসহায়দের বাড়িতে এমপ্যাথি স্বেচ্ছাসেবী সংগঠন

ফুলবাড়িয়া : দান খয়রাত ও সহযোগিতা করার বিষয়টি কতভাবেই মানুষ প্রকাশ করে। কিন্তু ভিন্ন আয়োজন করে থাকে ফুলবাড়িয়া উপজেলার আলোচিত ও মানবিক সংগঠক ‘এমপ্যাথি স্বেচ্ছাসেবী সংগঠন’। সংগঠনটি প্রতি বছরই এলাকার প্রকৃত অসহায়, ছিন্নমুল মানুষের মাঝে সহায়তা বিতরণ করে। সংগঠনের সদস্যরা মানুষের বাড়িতে সহায়তা পৌঁছে দিয়ে আসে।
‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ স্লোগানের আলোকে এবারের ঈদে দুইশতাধিক মানুষকে সহযোগিতার জন্য কাজ করছে। যা গত বারের তুলনায় দ্বিগুণ। প্রতি বছর এ সংখ্যা বাড়ানো হচ্ছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম সাইফ বলেন, আমাদের সহায়তা একেবারেই সামান্য তবুও আমরা প্রতি বছর অসহায় ও ছিন্নমুল মানুষের মুখে একদিনের জন্য হলেও হাসি ফুটানোর চেষ্টা করছি। আমরা চাই সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষ সমাজের জন্য কিছু করুক, তাহলেই মানবিক মানুষ ও সমাজ গঠন হবে। এবার আমরা দুইশ’র অধিক মানুষকে সামান্য ঈদ সামগ্রী দিচ্ছি। এর মধ্যে সেমাই, চিনি, সাবান ও পিঠা রয়েছে। এ ছাড়াও মানুষের কষ্ট লাগবে আমাদের সদস্যরা মানুষের বাড়িতে গিয়ে প্যাকেজটি পৌঁছে দিচ্ছে।

https://www.bkash.com/