গর্জিয়ে বেরিয়ে এল ফুলবাড়ীয়া কলেজের ‘তর্জনী’


প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৪, ৫:৩৮ PM
গর্জিয়ে বেরিয়ে এল ফুলবাড়ীয়া কলেজের ‘তর্জনী’

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলবাড়ীয়া কলেজের ইতিহাস ঐতিহ্যের সংকলন স্মারকগ্রন্থ ‘তর্জনী’র মোড়ক উন্মোচন প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) ফুলবাড়ীয়া কলেজ মিলনায়তনে গভর্নিং বডির সভাপতি ড. মোহাম্মদ তাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল মালেক সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য অধ্যক্ষ আমানউল্লাহ, গোলাম মোস্তফা, প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, এড: মফিজ উদ্দিন মন্ডল, অভিভাবক সদস্য চান্দালী সরকার, শফিকুল ইসলাম নয়ন, মোঃ শফিকুল ইসলাম তোতা, অধ্যক্ষ (চ:দা:) আমজাদ হোসেন, শিক্ষক প্রতিনিধি সাইফুন নাহার, গভর্নিং বডি সদস্য ডাঃ মোঃ সেলিম রেজা, সহকারী অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন, নুরুল হুদা, আজাহারুল ইসলাম, প্রভাষক নাজমুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক মো. রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য আব্দুল মালেক সরকার বলেন, এই কলেজ থেকে যেন ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম এবং অধ্যক্ষ আমানউল্লাহ এর মত মানুষ বের হয়। এই কলেজটির অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়ন হলে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে।

সভাপতির বক্তব্যে ডক্টর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, কোথাও যদি ভুল থাকে তাহলে বুঝতে পারবেন সেখানে কাজ হচ্ছে। একা হলে হারি এক হলে পারি তাঁরই প্রমান স্মারকগ্রন্থ মোড়ক উন্মোচন। আপনাদের (শিক্ষক) মেধার কোনো ঘাটতি নেই। আমরা ৫২ বছরের ইতিহাস তুলে ধরেছি এ গ্রন্থে। সরকারিকরনের জন্য রোড ম্যাপ হয়ে গেছে। বাংলাদেশের মাঝে গভর্ণিং সদস্যরা চাঁদা দিয়া অনুষ্ঠান করে, এমন ঘটনা বিরল। পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বাড়াতে চাই না মেধাবী শিক্ষার্থীদের ফরম ফিলাপ করাবো। ফুলবাড়িয়ায় ফুল হয়ে ফুটে থাকবো।

https://www.bkash.com/