রঘুনাথপুরে স্পার পুরস্কার ও সনদ বিতরণ কাল প্রধান অতিথি ড. তাজুল


প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৪, ৭:০৬ PM
রঘুনাথপুরে স্পার পুরস্কার ও সনদ বিতরণ কাল প্রধান অতিথি ড. তাজুল

ফুলবাড়িয়া : ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়নের ‘রঘুনাথপুর ছাত্র উন্নয়ন সংস্থা (স্পার)’ এর উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতামুলক পরীক্ষা ২০২৩ এর পুরস্কার ও সনদ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শুক্রবার (৮মার্চ) অনুষ্ঠিত হবে।
রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি শুল্ক রেয়াত ও প্রত্যার্পণ পরিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ড. তাজুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক আনন্দ মোহন কলেজ’র অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ।
বিশেষ অতিথি রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সারোয়ার আলম রোকন তরফদার।
সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এডিশনাল রেজিস্ট্রার মজিবুর রহমান, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, স্পার প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ কৃষি ব্যাংক, সিলেট, দয়ার বাজার শাখার ব্যবস্থাপক আব্দুল আজিজ, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক (স্পার) ও বাংলাদেশ জাতীয় সংসদের ফটোগ্রাফার ফয়জুর রহমান স্বপন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মেহেদী হাসান কবির, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক মাস্টার, ৫নং ওয়ার্ড, আওয়ামী লীগের সভাপতি আবু তাহের মেম্বার, ৬নং ওয়ার্ড, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ (দুদু)। সভাপতিত্ব করবেন রঘুনাথপুর ছাত্র উন্নয়ন সংস্থা (স্পার) সভাপতি আসাদুল হক। সঞ্চালনা করবেন স্পার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল মারুফ।

https://www.bkash.com/