ফুলবাড়িয়ায় বাবা মেয়ে সহ ৯ জনের মনোনয়নপত্র দাখিল


প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৩, ৯:১৪ PM
ফুলবাড়িয়ায় বাবা মেয়ে সহ ৯ জনের মনোনয়নপত্র দাখিল

ফুলবাড়িয়া নিউজ 24 ডট কম : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫১ ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ে ৮ জন ও রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে ১জন প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দেন।
দাখিলকৃত প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন, জাতীয় পার্টী (জিএম কাদের) মনোনিত বীরমুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, জাকের পার্টী এস. এম দেলোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী প্রফেসর ড. আব্দুল মান্নান আকন্দ (আ’লীগ বিদ্রোহী), মো. আব্দুল মালেক সরকার (আ’লীগ বিদ্রোহী), সেলিমা বেগম সালমা (আ’লীগ বিদ্রোহী), খন্দকার রফিকুল ইসলাম (জাপা রওশন), জাহাঙ্গীর আলম খান।
তাদের মধ্যে ৫ বারের এমপি আওয়ামী লীগ প্রার্থী আলহাজ এডভোকেট মোসলেম উদ্দিন সহ তার মেয়ে ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেত্রী সেলিমা বেগম সালমা ( আঃ লীগ বিদ্রোহী) স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
একই আসনে বাবা মেয়ে প্রার্থী হওয়ার বিষয়টি রয়েছে আলোচনার কেন্দ্র বিন্দুতে।

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তারা তা বাছাই করবেন ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনের প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। জাতীয় সংসদের প্রথম অধিবেশ বসেছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি। সংবিধান অনুযায়ী, ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে।

https://www.bkash.com/