অপরাধ দমনে সিসিডিবি পুলিশকে সহযোগিতা করতে পারে- ওসি রাশেদ


প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৩, ১১:০০ AM
অপরাধ দমনে সিসিডিবি পুলিশকে সহযোগিতা করতে পারে- ওসি রাশেদ

ডেস্ক রিপোর্ট : ফুলবাড়িয়া থানা অফিসার ইনাচর্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ বলেন, সিসিডিবি কাজ করতে গিয়ে আমাদের পক্ষে মানুষের হয়ে প্রশাসনের পক্ষ হয়ে যদি দেখে কোন মানুষ নির্যাতিত হচ্ছে, জুলুম করা হচ্ছে, জুয়া খেলা হচ্ছে, মাদক সেবন করা হচ্ছে এক কথায় অসামাজিক কার্যকলাপ হচ্ছে এসব তথ্যগুলো যদি আমাদের দেয় তাহলেও তারা (সিসিডিবি সদস্য) ফুলবাড়িয়ার জন্য কিছু কাজ করছে বলে আমরা ধরে নেব। তাদের দাপ্তরিক কাজ ছাড়াও এসব কাজ করতে গিয়ে তারা যদি কোন সমস্যায় পড়েন তাহলে আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করব। তাদের বিশেষ দিনে বড়দিনের শুভেচ্ছা।
বুধবার (২০ ডিসেম্বর) ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সিসিডিবি-সিপিআরপি এর উদ্যোগে প্রাক বড়দিন উদযাপনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে ফুলবাড়িয়া থানা অফিসার ইনাচর্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান এসব কথা বলেন।
মেইন রোডস্থ (ফুলবাড়ীয়া মহিলা ডিগ্রি কলেজের) সামনে সংস্থার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, সহকারী কমিশনার (ভূমি) সেলিনা আক্তার, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান, আলহাজ মোবারক খান মহাবিদ্যালয়ের প্রভাষক মোঃ মতিউর রহমান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ম্যানেজার জেমস বিশ^াস, সাংবাদিক মোঃ আব্দুস ছাত্তার, হাতিলেট সূর্য্যমূখী ফোরাম সভানেত্রী রীতা সাংমা প্রমুখ। বড়দিনের উপর শুভেচ্ছা বক্তব্য রাখেন ভিক্টরি এজিচার্চ পালক সেন্টুমীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিসিডিবি-সিপিআরপি প্রোগ্রাম অফিসার পিটার সরকার।

https://www.bkash.com/