১ কেজির বেশি পেঁয়াজ কিনতে লাগবে অনুমতি


প্রকাশের সময় : ডিসেম্বর ১১, ২০২৩, ৮:৩৮ PM
১ কেজির বেশি পেঁয়াজ কিনতে লাগবে অনুমতি

আগামী মার্চ পর্যন্ত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে ভারত। এ খবর প্রকাশের পর দেশের বাজারে পেঁয়াজের দাম কেজিতে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে চলছে অভিযান।

পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আজ সোমবার হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ সভার আয়োজন করা হয়। সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক দেবী চন্দ। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, কোনো ক্রেতা এক কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবেন না। তবে বিশেষ প্রয়োজন হলে প্রশাসনের অনুমতি নিয়ে বেশি পেঁয়াজ কিনতে পারবেন ভোক্তারা।

জেলা প্রশাসক দেবী চন্দের সভাপতিত্বে সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলো হলো প্রতি কেজি পেঁয়াজের পাইকারি মূল্য ১২০ টাকা, খুচরা ১২৫ টাকা নির্ধারণ। পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে খুচরা বিক্রেতারা ১-২ বস্তার বেশি পেঁয়াজ একসঙ্গে ক্রয় করতে পারবেন না। ক্রেতারাও খুচরা বিক্রেতার কাছ থেকে ১ কেজির বেশি পেঁয়াজ কিনতে পারবেন না।

এসব সিদ্ধান্ত সঠিকভাবে কার্যকর না হলে সহকারী কমিশনার মো. আশাদুল হক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ও জেলা কৃষি বিপণন কর্মকর্তা এন এম রেজাইল ইসলমের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

সভায় ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. শামছুল হুদাসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা প্রশাসক দেবী চন্দ্র বলেন, ‘এ সিদ্ধান্ত সংকটকালের জন্য নেওয়া হয়েছে। কোনো বিশেষ প্রয়োজনে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পেঁয়াজ ক্রয় করতে পারবেন। এতে সাধারণ ক্রেতাদের কোনো হয়রানি হবে বলে মনে করি না। বাজারও স্থিতিশীল থাকবে।’

এ ধরনের সিদ্ধান্ত ভোক্তার অধিকার খর্ব করে কি না, জানতে চাওয়া হলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচারক দেবানন্দ সিনহা বলেন, ‘জেলা প্রশাসক যে সিদ্ধান্ত নিয়েছেন, তা জেনে বুঝে নিয়েছেন।’

তবে কনজুমার অ্যাসোশিয়েশন বাংলাদেশ (ক্যাব) মৌলভীবাজার শাখার সভাপতি ড. মো. আবু তাহের বলেন, ‘এ ধরনের সিদ্ধান্ত ভোক্তা অধিকারের সম্পূর্ণ পরিপন্থী।’

https://www.bkash.com/