শীতে কনকচাঁপার আহ্বান


প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৪, ৩:১৬ PM
শীতে কনকচাঁপার আহ্বান

দেশে জেঁকে বসেছে শীত। দেশের বিভিন্ন এলাকায় কুয়াশার কারণে রোদের দেখা পাওয়া যাচ্ছে না। তীব্র শীতে দুর্ভোগে পড়েছে দেশের মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া দরিদ্র মানুষেরা। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে অসুস্থ হয়ে পড়ছে অনেকেই। তীব্র এই শীতে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন দেশ বরেণ্য কণ্ঠশিল্পী কনকচাঁপা।

দীর্ঘ এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘সকালে একটা কাজে বেরিয়েছিলাম। পরশু যে জামা, যে সোয়েটার, যে স্কার্ফ পরেছিলাম আজও তাই পরেছি। এবং ওদিন যারা ছিল আজও তারাই থাকবে। মনে হতেই লজ্জা পেলাম। মনে মনে ভাবনা এল- ইয়া আল্লাহ ওনারা ভাববেন কনকচাঁপার আর গরম কাপড় নাই! আবার ভাবলাম নাহ, এমন কেন ভাববেন। আমার লাল, ঘি রঙ, গাঢ় নীল, কালো, ডোরাকাটা, মেরুন, সোয়েটার আছে। কোট আছে জ্যাকেট আছে! নাহ,কালো জ্যাকেট অনেক দিনের পুরোনো হয়ে গেছে। একটা জ্যাকেট জা “বড়জয়া” দিয়েছিল তা ফ্লাইট এ ফেলে এসেছি। সবচেয়ে আরামদায়ক সোয়েটার আমার জা “ছোটজয়া”র দেয়া যা পড়লে ঘুম পেয়ে যায়। আমার হরেকরকম স্পেন থেকে কেনা স্কার্ফ, ফারিয়ার আনা খাটি ইউরোপীয় ওভারকোট! আম্মার মেশিনে সেলাই করা একটা সোয়েটার আছে নীল রঙের যা এখনো টেনেটুনে পরার জন্য সামনে রেখেছি স্মৃতি হিসেবে! আরও একটা কিং সাইজ স্যুটকেস ভরা নানারকম ইনার থার্মোস!’

কনকচাঁপা আরও বলেন, ‘আমার এবার অন্যরকম লজ্জা লাগা শুরু হল! আমার এত গরম কাপড়! তারপরও এক কাপড় দুদিন পরার জন্য লজ্জাবোধ! এই মা-বাবার শিক্ষা! এই স্বামী শেখালেন! এবার আমি ঘামতে লাগলাম। নতুন অসুখ হয়েছে, চিন্তা এলেই ঘামি। জীবনে প্রথম বরফ দেখেছিলাম অস্ট্রিয়াতে। দেখে আনন্দে চিৎকার করেছিলাম। কানাডার ক্যালগেরি গিয়ে বরফাচ্ছাদিত পাহাড় দেখে আল্লাহকে কৃতজ্ঞতা জানাতে জানাতে কাঁদছিলাম! বরফের পাহাড় পেছনে রেখে গর্বিত হয়ে ছবিও তুলেছি মেলা কিন্তু এই বরফের সৌন্দর্যে আচ্ছন্ন বুক মোচড় দিল অন্য একটা কারণে!’

সবশেষে তিনি বলেন, ‘এই শীতে যাদের একটা কম্বলই সম্বল! ঘরের বেড়া ঠিকমত না থাকলে, পেটে খাদ্যের চর্বি না থাকলে, গায়ে গোস্তো না থাকলে, বয়স দেহের কথা না শুনলে, পরবর্তী দিনের খাদ্যের মজুদ না থাকলে “একটা কম্বল”-এ কি শীত মানে! শুধু কম্বল? আমাদের কত কিছু লাগে! ইনার, থার্মোস, মোজা হাতমোজা, স্কার্ফ, কানটুপি, কতক্ষণ পর পর ধোঁয়া ওঠা কফি গিজার হিটার, তারপর ও শীত লাগে আবার এক রঙের কাপড় দুইদিন পরলে সংকোচ হয়!’

তিনি আরও বলেন, ‘আমরা মানুষ? আমরা কি মানবিক হতে পারছি? প্লিজ আসুন যার যার ক্ষমতা অনুযায়ী কিছু গরম কাপড় কিছু খাদ্যদ্রব্য অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিয়ে একটু শান্তি পাই। আমাদের উষ্ণতা তাদের মাঝে নয়, তাদের উষ্ণতা আমাদের মাঝে প্রশান্তি হয়ে ছড়িয়ে পড়ুক!’

https://www.bkash.com/