আ. জব্বার, কেশরগঞ্জ থেকে : কেশরগঞ্জ বাজারে প্রথমবারের মতো রবি দাস সম্প্রদায়ের উদ্যোগে গত ১০নভেম্বর ভক্তের অর্ঘ গ্রহণ করতে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে। শ্যামাপূজা বা কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের মধ্যেই রয়েছে এপূজার মহতœ। কার্তিক মাসের অমাবস্যার তিথিতে সাধারণত শ্যামাপূজা বা কালীপূজা অনুষ্ঠিত হয়ে থাকে। এই পূজার দিন হিন্দু সম্প্রদায় সন্ধ্যায় তাদের বাড়ীতে বা শ্মশানে প্রদীপ প্রজ্জলন করে স্বর্গীয় পিতা, মাতা ও আতœীয় স্বজনদের স্মরণ করেন। এটিকে বলা হয় দীপাবলী। শ্যামাপূজা পালন উপলে কেশরগঞ্জ বাজারে শ্রী বাবু লাল রবি দাসের বাড়ীতে সম্প্রদায়ের কার্যকরী কমিটির সভাপতি শ্রী কিশোরী রবি দাসের সভাপতিত্বে সাধারণ স¤পাদক শ্রী বাবু লাল রবি দাস, কোষাধ্য শ্রী রণজিত রবি দাস সহ সার্বিক সহযোগিতায় ছিলেন জীবন রবি দাস ও সুনিল রবি দাস।
সম্পাদনায়- আব্দুস ছাত্তার
স্থানীয় সময়- ১২৫০ঘন্টা, ১১নভেম্বর/২০১৫
আপনার মতামত লিখুন :