সোমবার, ২৯ মে ২০২৩, ১১:১৪ পূর্বাহ্ন

ভবানীপুরে নছিমন উল্টে আহত-৪

nasimon

আব্দুল কাদের আকন্দ, এনায়েতপুর : ফুলবাড়ীয়া উপজেলার আছিম-সাগরদীঘি রাস্তার ভবানীপুর ডা: জামানের ফিসারী সংলগ্ন স্থানে নছিমন উল্টে ৪মাছ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কাহালগাও গ্রামের দুলাল মিয়া (৫০), একই গ্রামের মোশারফ হোসেন মোশা (২০), সোয়াইতপুর গ্রামের আব্দুল মজিদ (৪০), ভবানীপুর গ্রামের আব্দুল মুন্নাফ (৬০)। আহতরা আছিম বাজারের মাছের আড়ৎ থেকে মাছ নিয়ে কাহালগাও বাজারের দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। দূর্ঘটনায় গুরুতর আহত ২জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

কপিরাইট © ফুলবাড়িয়ানিউজ২৪ ডট কম ২০২০
Design & Developed BY A K Mahfuzur Rahman