সোমবার, ০৫ Jun ২০২৩, ১০:৩১ অপরাহ্ন
ফুলবাড়িয়া নিউজ 24ডটকম : ফুলবাড়ীয়া কলেজ সরকারীকরণের দাবীতে অব্যাহত আন্দোলনের ৪০তম দিনে বৃহস্পতিবার (২৪নভেম্বর) বেলা ১টা থেকে সন্ধ্যা সোয়া ৫টা পর্যন্ত ফুলবাড়ীয়া-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখে আন্দোলনকারী শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আন্দোলনের সহকারী সমন্বয়ক গোলাম মোস্তফা অবরোধ কর্মসূচী সমাপ্ত ঘোষণা করে বিক্ষোভ মিছিল নিয়ে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পৌঁছলে হঠাৎ স্মৃতিসৌধে থাকা ২০/২৫টি মোটর সাইকেল ভাংচুর শুরু হলে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
একই সময় দুবৃত্তরা হাসপাতাল রোডস্থ আখালিয়া হেলথ সেন্টার লিমিটেডে হামলা চালিয়ে কিনিকের বিভিন্ন কক্ষের গ্লাস, কিনিকের যন্ত্রপাতি, আসবাবপত্র, ১টি এম্বুলেন্স, ২টি প্রাইভেটকারসহ প্রায় অর্ধকোটি টাকার সম্পদের ক্ষতি করে এবং ক্যাশ বাক্স হতে প্রায় নগদ ৪৫হাজার টাকা লুট হয়েছে বলে কর্তৃপক্ষের দাবী। হামলায় রোগীসহ অন্তত ৫জন আহত হয়েছে। আহতরা হলেন কিনিকের স্টাফ হাফিজ (৫০), পারভীন আখতার (২৩), ওমর ফারুক (২৮) রোগি ফরিদা আক্তার (৬৫) ও হোছেন মিয়া (৫৫)।
এ ছাড়া আলম এশিয়া পরিবহণ প্রা: লি: অফিসসহ মেইন রোডে দাঁড়িয়ে থাকা গাড়ী ভাংচুর করে।
অপরদিকে আজ বেলা ৪টায় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দিন এ্যাডভোকেট আখালিয়া নদীর উপর নতুন ব্রীজ নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করার কথা ছিল, সেই ফলক ও আলোচনা সভার মঞ্চ বেলা ৩টার দিকে আন্দোলনকারী দুবৃত্তরা গুড়িয়ে দিলে সন্ধ্যা ৭.০৫মিনিটে পূনরায় তিনি সেই কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে অর্নাস পড়–য়া মো: সোহাগ মিয়া (১৯) নামের ১জনকে গ্রেফতার করে।
মুহুর্তের মধ্যে ফুলবাড়ীয়া বাজারের সকল ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এ রিপোর্ট লেখা (রাত ৬.৪৫মিনিট) পর্যন্ত থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এ দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোসলেম উদ্দিন এ্যাডভোকেট। এ সময় তিনি এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।