ইপজিয়া প্রকল্পের আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবস পালিত


প্রকাশের সময় : জুলাই ৩১, ২০২৩, ১২:২৮ PM / ১৯০
ইপজিয়া প্রকল্পের আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবস পালিত

ফুলবাড়িয়া : ‘পাচারের প্রতিটি শিকারের কাছে পৌঁছান, কাউকে পিছনে রাখবেন না’ প্রতিপাদ্যের আলোকে আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৩০ জুলাই) ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের আকতা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দিবসের আয়োজন করে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর ইপজিয়া প্রকল্প।
আকতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আন্তাজ আলীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, ৬নং ওয়ার্ড সদস্য মো. আ. কাদের মন্ডল, ৪নং ওয়ার্ড সদস্য আরজ উল্লাহ, ৫নং ওয়ার্ড সদস্য আ. বারেক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ইপজিয়া প্রকল্প প্রোগ্রাম অফিসার যিহিস্কেল ইজারদার। এর আগে একটি র‌্যালি বের করা হয়। আলোচনা সভা শেষে বিষয় ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।