ডেস্ক রিপোর্ট: উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম বৃহস্পতিবার (২৯ মে) ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়ন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প, শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন ও মত বিনিময় এবং বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন। উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি শাবল দিয়ে মাটি খুঁড়ে দেখেন।
হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং পড়ার মান যাচাই করেন। এরপর উচ্চ বিদ্যালয় ও ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষকদের সাথে মত বিনিময় করেন উপজেলা প্রশাসনের সর্বোচ্চ কর্তা ব্যক্তি। ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে মেম্বারদের সাথে মত বিনিময় করেন।
এরপর দেওখোলা বাজারে ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহি ম্যাজিস্ট্যাট আরিফুল ইসলাম। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক সঙ্গে ছিলেন।
পরিদর্শনের জন্য স্কুল আঙিনায় পৌঁছালে উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলাম কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান শিক্ষক গোলাম রব্বানী, সহকারী প্রধান শিক্ষক সংগ্রাম চন্দ্র পাল ও সিনিয়র শিক্ষক সাইদুল ইসলাম (সাইদ মৌলভী)। এ সময় এডহক কমিটির সভাপতি সাইফুল ইসলাম বাদল, অভিভাবক সদস্য আসাদুল্লাহ আসাদ উপস্থিত ছিলেন।
https://slotbet.online/