ডেস্ক রিপোর্ট : বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় ময়মনসিংহের ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ সদস্যদের (মেম্বার) গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ বৃহস্পতিবার (২৯ মে) শেষ হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তন ও অফিসার্স ক্লাবে উপজেলার ১৩ টি ইউনিয়নের ১৫৬ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষণটি ২দিন ব্যাপী ৬ টি ব্যাচে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মো : আরিফুল ইসলাম। রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণের সেশন পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার, থানা অফিসার ইনচার্জ রুকনুজ্জামান, সমাজ সেবা অফিসার মোজাম্মেল হক, যুব উন্নয়ন কর্মকর্তা রওশন জাহান এবং মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন পারভীন।
সার্বিক সহযোগিতায় ছিলেন উক্ত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোছা: মুন্জুয়ারা খাতুন এবং বাদশাহ শাহজাহান। ‘গত ২৪ মে থেকে শুরু হয়ে গতকাল ২৯ মে শেষ হয়।
https://slotbet.online/