ডেস্ক রিপোর্ট : সিসিডিবি-সিপিআরপি, ফুলবাড়ীয়া এরিয়া অফিসের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধে সোয়াইতপুর বাজারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের প্রায় ২০০ ছাত্র/ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উচ্চ বিদ্যালয়ের হলরুমে উক্ত বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিসিডিবি’র উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার পিটার সরকার। বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক শেখ সাদিকুল ইসলাম বাবুল, সোয়াইতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহিনুর রহমান তালুকদার মাসুদ, সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, ইউনিয়ন রেজিঃ কাজী মোঃ সাইফুল ইসলাম, গ্রাম আদালত উপজেলা কো-অর্ডিনেটর মোঃ বাদশা শাহজাহান, ছাত্র/ছাত্রীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মোছাঃ রুহমা আক্তার জাহরা, মোছাঃ সাবিকুন নাহার অর্পা, সভানেত্রী মিসেস অঞ্জলী সাংমা এবং সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান।
বক্তারা বলেন, এই ধরনের কমকান্ড মাঝে মধ্যেই করা উচিৎ এবং প্রতিটি বিদ্যালয়ে। সিসিডিবি’র এই ধরণের কর্মকান্ডের জন্য প্রশংসাসহ ধন্যবাদ জ্ঞাপন করেন। সেইসাথে অংশগ্রহণকারী শিক্ষার্থীগণ বাল্যবিবাহ করবে না বলে প্রতিশ্রুতি প্রদান করেন। আলোচনা শেষে সিসিডিবি’র পক্ষ থেকে প্রত্যেক অংশগ্রহণকারীকে একটি করে গাছের চারা প্রদান করা হয়।
মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, এনায়েতপুর ইউনিয়ন নেটওয়ার্কের নেতৃবৃন্দ, নিকাহ রেজিস্ট্রার (কাজী), অভিভাবকবৃন্দ এবং সিসিডিবি’র কর্মকর্তা-কর্মীবৃন্দ।
https://slotbet.online/