• বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন

ফুলবাড়ীয়া বাজারের ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন

ফুলবাড়িয়া নিউজ / ৯ পঠিত
আপডেট : সোমবার, ১৯ মে, ২০২৫

ডেস্ক রিপোর্ট : ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসর ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ফুলবাড়ীয়া বাজারের ইজারাদার তৌসিফ ইবনে মান্নান কর্তৃক বিধি বহির্ভুতভাবে মাত্রাতিরিক্ত টোল আদায়, দূর্নীতি ও অনিয়ম বন্ধ ও ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জনস্বার্থে ফুলবাড়ীয়ার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত সোমবার (১৯ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ফুলবাড়ীয়া কলেজের সাবেক জিএস কবির হোসেন, জেলা যুবদলের সহ সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজহারুল আলম রিপন, মাও. আব্দুর রাজ্জাক, বিল্লাল হোসেন, কৃষকদলের সদস্য সচিব ফখরুদ্দিন মাসুম, বৈষম্যবিরোধী আন্দোলনের খসরু, পরিবেশক সংগঠকের তানভীর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমান আলী প্রমুখ।

বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী দোসরের সাথে ফুলবাড়িয়া পৌর বিএনপি’র আহ্বায়ক একেএম শমসের আলী আতাত করে বাজার ইজারা নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে। বিভিন্ন পরিবেশক সংগঠনের কাছ থেকে মাত্রারিক্ত টোল আদায় করা হচ্ছে। এতে বিএনপি সহ উপজেলা প্রশাসনের ব্যাপক সুনাম ক্ষুন্ন হচ্ছে। অবিলম্বে বর্তমান ইজারাদারের ইজারা বাতিল করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে উপজেলা প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/