ডেস্ক রিপোর্ট: অসহায় ফিলিস্তিনিদের জন্য সাহায্যের টাকা ইসলামী ব্যাংক ফুলবাড়ীয়া শাখায় জমা দিয়েছে জমঈয়ত শুব্বানে আহলে হাদিস ফুলবাড়িয়া উপজেলা শাখা। মঙ্গলবার (১৩ মে) দুপুরের পর ইসলামী ব্যাংক ফুলবাড়িয়া শাখা হতে বাংলাদেশ জমঈয়ত আহলে হাদিস এর অনুকুলে প্রেরণ করা হয়। সংগৃহিত সাহায্য ৫০ (পঞ্চাশ) হাজার টাকা ইসলামী ব্যাংক ঢাকার নবাবপুর শাখায় প্রেরণ করে।
মঙ্গলবার বাদ আছর সংগঠনের উপজেলা কার্যালয় হতে লাইভে এসে বিষয়টি নিশ্চিত করেছেন জমঈয়ত শুব্বানে আহলে হাদিসের ময়মনসিংহ জেলা শাখার সেক্রেটারি ও কাতলাসেন কাদেরিয়া কামিল মাদ্রাসার হেড মোহাদ্দিস শায়েখ মোঃ খোরশেদ আলম মাদানী। এ সময় শাইখ অধ্যাপক আব্দুর রহমান মাদানি হাফিঃ, শাইখ এমএম ইউসুফ আলী নূরী, শাইখ হাফেজ শফিকুল হাসান, শাইখ মোশারফ বিন বাহার উদ্দিন, শাইখ আমির হামজা প্রমুখ উপস্থিত ছিলেন।
https://slotbet.online/