• বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন

ফারুকের বিরুদ্ধে আদম ব্যবসাসহ জমি দখলের অভিযোগ

ফুলবাড়িয়া নিউজ / ৪২ পঠিত
আপডেট : শনিবার, ১০ মে, ২০২৫

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর এলাকার ১নং ওয়ার্ডের নুরুল ইসলামের পুত্র মো: ফারুক হোসেনের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে আদম (প্রতারণা) ব্যবসা সহ জমি দখলের একাধিক অভিযোগ উঠেছে। একদিনে একই ওয়ার্ডের আ: কদ্দুছ, সুইটি, নাইমুর রহমান সাগর ও শহিদুল ইসলাম ফুলবাড়িয়া থানায় পৃথক ৪টি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। আর সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য বাড়িতে গিয়ে চাপ প্রয়োগ করছেন, তা না হলে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো সহ প্রাণনাশের হুমকিও দিচ্ছেন ফারুক গংরা।

স্থানীয় জুয়েল মিয়ার স্ত্রী সুইটি থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, ফারুক তার স্বামী জুয়েল কে বিদেশে নেওয়ার কথা বলে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। সৌদি আরব যাওয়ার পর তার স্বামীকে একটি ঘরে আটকিয়ে রাখা হয়েছে। খোঁজ নিয়ে জানতে পারে, তাকে কাজের কোন ভিসা দেয় নাই, ট্যুরিস্ট ভিসায় পাঠানো হয়েছে। স্বামীর কাজের পাওয়ার বিষয়ে জানতে চাইলে উল্টা বকা ঝকা করে ভয় ভীতি দেখায়। আদম ব্যবসায়ী ফারুক তার কাছ থেকে ফাঁকা ২টি চেকের পাতাও নিয়েছে। আইনের আশ্রয় নিলে তার স্বামীকে মেরে ফেলবে নতুবা সৌদি আরব পুলিশের হাতে তুলে দিবে।

নাইমুর রহমান সাগর নামে এক ভোক্তভোগি তার অভিযোগে উল্লেখ করেন, কুশমাইল ইউনিয়নের চকরাধাকানাই মৌজার ৪৫২৩ নং হাল দাগে ৭ শতক ভোগ দখলীয় জমি জোরপূর্বক বেদখল করার চেষ্টা করছে। অথচ আমার নামে জমা খারিজ আছে, নামজারী খতিয়ান ২৫-৩০৩৬। কয়েকবার সন্ত্রাসী কায়দায় জমিতে আমাকে প্রবেশে বাঁধা প্রদান করেছে। কারণ জানতে চাইলে আমাকে প্রাণে মারার হুমকি প্রদান করেছে।

থানার অভিযোগে আ: কদ্দুছ জানান, চকরাধাকানাই মৌজায় ৪৫১৮ নং হাল দাগে তার ১শতক জমি আছে। ঐ জমির বাজার মূল্য অনেক। আর সে জন্যেই সেই জমিতে তার নজর পড়ে। ভূমি দস্যু ফারুক আকাম করার জন্য একটি গ্রুপ তৈরি করেছে। আমি কর্মের কারণে প্রতিদিন বাড়িতে অবস্থান করি না। সুযোগে আমার জমিতে জোরপূর্বক বাউন্ডারী ওয়াল নির্মাণ করছে। নিষেধ করলে আমাকে চিরতরে শেষ করার হুমকি প্রদান করে।

১নং ওয়ার্ডের বাসিন্দা শহিদুল ইসলাম তার অভিযোগে উল্লেখ করেন, ফারুক একজন ভন্ড, প্রতারক ও ভূমি দস্যু। তার ক্রয়কৃত জমিদাতাকে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক জমি দলিল করার চেষ্টা করছে। এতে সেখানে রক্তপাত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই তিনি আইনের দ্বারস্থ হয়েছেন।

পৌরসভার লাহেরী পাড়া এলাকার দেলোয়ার হোসেন বলেন, ফারুক একজন প্রতারক এলাকার নিরীহ মানুষকে বিদেশ নিবে বলে একাধিক লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে।
ভূমি দস্যু ফারুক আকাম করার জন্য একটি সন্ত্রাসী গ্রুপ তৈরি করেছে। ফ্যাসিষ্ট শাসন আমলে চলছে আওয়ামী লীগের লোকজনে সাথে এখন তিনি বিএনপির লোকজনের সাথে চলাফেরা করছে। আমরা এলাকাবাসী তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ে করেছি।

অভিযুক্ত ফারুক হোসেন বলেন, আমার জমির সাথে ১ শতাংশ জমি কিনাই হলো কাল। এ বিষয়ে আমি থানায় কথা বলেছি। আমি বলবো না এটা মিথ্যা। আমার ভিতর খোদ (ভেজাল) থাকতেই পারে।

অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/