• সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:২৩ অপরাহ্ন

রাত পোহালেই ফুলবাড়ীয়া প্রেস ক্লাবের ভোট

ফুলবাড়িয়া নিউজ / ২ পঠিত
আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

মো: আব্দুস ছাত্তার : ময়মনসিংহের অন্যতম উপজেলা ফুলবাড়িয়া। এখানেও সাংবাদিকদের ৪টি সংগঠন বিদ্যমান ছিল। একক প্রেস ক্লাব গঠনের জন্য একাধিকবার চেষ্টা করে সাংবাদিকরাই। গত বছর ২০২৪ সালের মাঝামাঝি সময় আবারও একটি ইস্যুতে বসা হয়। সেখানেও উঠে আসে একক প্রেস ক্লাব গঠনের আলোচনা। শেষ পর্যন্ত অল্প সময়েই সেটি আলোর মুখ দেখতে শুরু করে। সকল আলোচনা সমালোচনা উপেক্ষা করে সংগঠনটি এগিয়ে যায় একটি কাঠামোতে। বিচ্ছিন্নতার শিকল থেকে সংগঠিত হতে আয়োজন করা হয় নির্বাচনের। সাংগঠনিক প্রক্রিয়ায় তফসিল শেষে ভোট গ্রহণের দিন, তারিখ ও সময় ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার কৃষিবিদ নূর মোহাম্মদ। সেই মোতাবেক রাত পোহালেই মঙ্গলবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

একক প্রেস ক্লাব এর প্রথম এ নির্বাচন নিয়ে কৌতুহলের শেষ নেই ফুলবাড়িয়ার সচেতন মহলে। উপজেলাব্যাপী ৪৯ জন ভোটার হলেও সকল ভোটারের কাছে একাধিকবার ভোট প্রার্থনা করেছেন সকল প্রার্থী। মুঠো ফোন, খুদে বার্তা অথবা সরাসরি কথা বলে নিজেদের জানান দিয়েছেন প্রার্থীরা। সহ সভাপতি-১ ও অর্থ সম্পাদক পদে লড়াই হতে পারে হাড্ডাহাড্ডি। ১৪টি পদের মধ্যে ৬টিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে বাকী ৮টি পদে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল।

সহ-সভাপতি-১ পদে লড়াইয়ে মাঠে রয়েছেন- মো. আবুল কালাম (ইত্তেফাক), মো. সাইফুল ইসলাম (জনবাণী) ও মো: রফিকুল ইসলাম (ঢাকা প্রতিদিন), সহ-সভাপতি-২ পদে বিশ্বজিৎ প্রসাদ (আজকের খবর) ও নজরুল ইসলাম খান (আজকের ময়মনসিংহ), সাধারণ সম্পাদক – মো: আল এমরান (কালবেলা) ও মো: আব্দুল হালিম (কালের কন্ঠ), অর্থ বিষয়ক সম্পাদক পদে মো: আব্দুস ছাত্তার (আমাদের সময়), শামীম আহম্মেদ (মানব কন্ঠ) ও মো: শফিকুল ইসলাম (তৃতীয় মাত্রা), সাংগঠনিক সম্পাদক সেলিম হোসাইন (আজকের পত্রিকা) ও মো. বশির আহমেদ (বাংলাদেশ সমাচার), ধর্মীয় ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: আল আমিন (আমাদের কন্ঠ) ও মো: শহিদুল ইসলাম (ঢাকা প্রতিদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মির্জা মো: মনজুরুল হক (ময়মনসিংহ প্রতিদিন) ও মোহাম্মদ রফিকুল ইসলাম (জবাব দিহি), কার্যকরি সদস্য-৩ আবুল কালাম আজাদ ওরফে কবীর উদ্দিন সরকার হারুন (সমকাল) ও এস.এম. গোলাম ফারুক আকন্দ (ভোরের ডাক)।

নির্বাচন পরিচালনা পর্যদ জানিয়েছে, শান্তিপূণ্যভাবে প্রেস ক্লাব নির্বাচনের জন্য সকল প্রস্তুতি শেষ করা হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে সকাল ১০টা থেকে বিরতিহীভাবে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোট প্রদানের সঠিক পদ্ধতি জানিয়ে দেওয়া হয়েছে। দুপুর ২.০০ ঘটিকায় উপজেলা পরিষদের কেচি গেইট বন্ধ করে দেয়া হবে। তবে দুপুর ২.০০ ঘটিকার পরেও কেচি গেইটের ভিতরে লাইন থাকলে, লাইনের ভোটারগণ ভোট প্রদানের সুযোগ পাবেন। নির্ধারিত সময়ের মধ্যে ভোটারগণকে ভোট প্রদানের জন্য অনুরোধ জানানো হলো।

ভোটারগণ নির্ধারিত প্রার্থীর আয়তাকার বক্সের ভেতরে ভোট প্রদানের জন্য প্রদত্ত মার্কিং সিল দিয়ে ভোট দিবেন। মার্কিং সিল ব্যতীত অন্য কোনভাবে ভোট দেয়া যাবে না। ব্যালটে কোন প্রকার স্বাক্ষর বা কোনকিছু লেখা যাবে না। মার্কিং সিল ব্যতীত অন্যকিছু ব্যবহার করলে উক্ত ভোট বাতিল ভোেট বলে গণ্য হবে।

অবশ্যই নির্ধারিত চতুর্ভুজ আকৃতির বক্সের ভেতরে মার্কিং সিল দিয়ে ভোট দিতে হবে। বক্সের বর্ডারে কিংবা বক্সের বাইরে ভোট দিলে, সেটি বাতিল বলে গণ্য হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুল ইসলাম জানিয়েছেন, ভোট গ্রহণ শান্তিপূণ্য হতে আমি সার্বক্ষনিক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/