ডেস্ক রিপোর্ট : ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যের আলোকে ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়ীয়া বালিকা দাখিল মাদ্রাসায় -২০২৫ এর আয়োজন করে ফুলাবাড়ীয়া উপজেলা প্রশাসন। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ীয়া এপি’র সহযোগিতায় সোমবার (২০ জানুয়ারি) মাদ্রাসা মাঠে বসানো হয় পুষ্টি মেলা। মেলার স্টল পরির্দশন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম।
এ সময় উপজেলা সমাজ সেবা অফিসার মো. মোজাম্মেল হক, ফুলবাড়ীয়া এপি’র ম্যানেজার ন¤্রতা হাউই, প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাংসাম, মাদ্রাসার সুপার শাহ মো. ফয়জুল বারী, প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন প্রতিষ্ঠান প্রধান শাহ মো. ফয়জুল বারী।
অনুষ্ঠানে শিশু কিশোরদের অংশগ্রহণে স্বাস্থ্য বিষয়ক নাটিকা মঞ্চস্থ করা হয়, এতে সমাজের সামাজিক অবক্ষয়ের চিত্র ও প্রতিকারমূলক উপদেশ প্রদান করা হয়।
প্রকাশক:- কায়সারুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক:- মো: আব্দুস ছাত্তার
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ফুল্লরা শপিং সেন্টার (উপজেলা মসজিদ মার্কেট) উপজেলা পরিষদের গেইটের বিপরীতে, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
মোবাইল : ০১৭১৪-৫১৯৮৬০ । ইমেইল : fulbarianews@gmail.com
২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি