ডেস্ক রিপোর্ট: সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আরিফুল ইসলাম।
এতে ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রুকনুজ্জামান, কালাদাহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোছা: মুন্জুয়ারা খাতুন, মোঃ বাদশাহ শাহজাহান প্রমুখ বক্তব্য রাখেন।
তৃণমুলে গ্রাম আদালত আরও বেশি জোরদারকরণে ব্যাপক প্রচারের লক্ষে নানামুখী উদ্যোগের সিদ্ধান্ত গৃহিত হয়।
এ ছাড়াও আদালতের কার্যক্রম শক্তিশালীকরণে সিদ্ধান্ত গ্রহণ ও ভালো কাজের স্বীকৃতি প্রদান বিষয়টি বিবেচনাধীন বলে সভায় জানানো হয়। গ্রাম আদালত শক্তিশালী হলে সামাজিক অপরাধ ও মামলা মোকাদ্দমা কমে যাবে। সভায় ১৩টি ইউনিয়নের আদালত পর্যালোচনার ত্রৈ মাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
প্রকাশক:- কায়সারুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক:- মো: আব্দুস ছাত্তার
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ফুল্লরা শপিং সেন্টার (উপজেলা মসজিদ মার্কেট) উপজেলা পরিষদের গেইটের বিপরীতে, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
মোবাইল : ০১৭১৪-৫১৯৮৬০ । ইমেইল : fulbarianews@gmail.com
২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি