• সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১০:০১ অপরাহ্ন

উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত

ফুলবাড়িয়া নিউজ / ১ পঠিত
আপডেট : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

ডেস্ক রিপোর্ট: সোমবার (২০ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: আরিফুল ইসলাম।
এতে ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রুকনুজ্জামান, কালাদাহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোছা: মুন্জুয়ারা খাতুন, মোঃ বাদশাহ শাহজাহান প্রমুখ বক্তব্য রাখেন।
তৃণমুলে গ্রাম আদালত আরও বেশি জোরদারকরণে ব্যাপক প্রচারের লক্ষে নানামুখী উদ্যোগের সিদ্ধান্ত গৃহিত হয়।

এ ছাড়াও আদালতের কার্যক্রম শক্তিশালীকরণে সিদ্ধান্ত গ্রহণ ও ভালো কাজের স্বীকৃতি প্রদান বিষয়টি বিবেচনাধীন বলে সভায় জানানো হয়। গ্রাম আদালত শক্তিশালী হলে সামাজিক অপরাধ ও মামলা মোকাদ্দমা কমে যাবে। সভায় ১৩টি ইউনিয়নের আদালত পর্যালোচনার ত্রৈ মাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/