ফুলবাড়িয়া : ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে সিসিডিবি-সিপিআরপি, ফুলবাড়ীয়া আয়োজিত ‘স্কুলগামী মেয়ে শিশুদের প্রজনন স্বাস্থ্য ও স্যানিটারি ন্যাপকিন’ বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাবুগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ শামস আবরার রিদম।
বাবুগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ’র সভাপতিত্বে আলোচনা সভার উদ্দেশ্য, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সিসিডিবি-সিপিআরপি এরিয়া ম্যানেজার মিঃ পিটার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাবুগঞ্জ দাখিল মাদ্রাসা সুপার মোঃ কারুজ্জামান, বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম চৌধুরী, সহকারী শিক্ষক মোঃ আশরাফুল আলম, বাবুগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কাজিম উদ্দীন।
বাবুগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহণে বিষয়ের উপর সংক্ষিপ্ত নাটিকা উপস্থাপিত হয়। এরপর বিশেষ আলোচক ডাঃ শামস আবরার রিদম এর প্রাণবন্ত আলোচনাসহ প্রশ্ন-উত্তরপর্ব অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সিসিডিবি’র এ ধরণের উদ্যোগকে সাধুবাদ জ্ঞাপন করেন। পরিশেষে সভাপতির ধন্যবাদ বক্তব্যের মধ্যদিয়ে আলোচনার সমাপ্তি হয়। বাবুগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয় ও বাবুগঞ্জ ইসলামীয়া দাখিল মাদ্রাসার ৩০ জন করে মোট ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এছাড়া উক্ত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও সিসিডিবি-সিপিআরপি’র সমাজ সংগঠকবৃন্দ এবং হিসাবরক্ষণ কর্মকর্তা মিঃ দিলিপ দাস অংশগ্রহণ করেন। আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। এরপর ডাঃ শামস আবরার রিদম, মেডিক্যাল অফিসার প্রায় ২০ জন ছাত্রীর শারীরিক অসুস্থতার কথা শোনেন এবং প্রেসক্রিশনসহ পরামর্শ দেন।
প্রকাশক:- কায়সারুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক:- মো: আব্দুস ছাত্তার
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ফুল্লরা শপিং সেন্টার (উপজেলা মসজিদ মার্কেট) উপজেলা পরিষদের গেইটের বিপরীতে, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
মোবাইল : ০১৭১৪-৫১৯৮৬০ । ইমেইল : fulbarianews@gmail.com
২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি