ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সারা জাগানো শিক্ষা প্রতিষ্ঠান পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হিসাবে মনোনয়ন দেওয়া হয়েছে মো: মোবারক হোসেন কে। বুধবার (৮ জানুয়ারি) ময়মনসিংহের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যানের আদেশক্রমে অনুমোদন দেন কলেজ পরিদর্শক অধ্যাপক প্রাণেশ রঞ্জন রায়।
মো: মোবারক হোসেন সিবিএসটি, ময়মনসিংহের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও কো-অর্ডিনেটর হিসাবে কর্মরত পালন করছেন। তিনি ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মোহাম্মদ আলী মল্লিকের পুত্র।
তিনি তার ফেইসবুক পেইজে বলেন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা- ফুলবাড়ীয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ বিদ্যাপীঠ পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ এর মাননীয় চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলার মাননীয় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা।
বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ ফুলবাড়ীয়া উপজেলার আগামীদিনের কান্ডারী বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন মহোদয়ের প্রতি। প্রতিষ্ঠান পরিচালনায় সকলের দোয়া প্রত্যাশা…।
https://slotbet.online/