• শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

স্টুডেন্ট ক্লাবের যে কোন প্রয়োজনে আমার সহযোগিতা অব্যাহত থাকবে- অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম

ফুলবাড়িয়া নিউজ / ৩ পঠিত
আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
oplus_0

ডেস্ক রিপোর্ট : আগামী দিনে ধানের শীষের মনোনয়ন যে পাবে আমরা তার পক্ষেই কাজ করে বিজয়ী করার চেষ্টা করবো। ফ্যাষ্টিট সরকারকে বিদায় করা হয়েছে। ৫ই আগস্ট দেশে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন কর্মী বান্ধব নেতা। তিনি যুবকদের জন্য কাজ করবেন। জমি দখল ও দুর্নীতিবাজদের ঠাই বিএনপি’তে হবে না। আমরা নিজেরা নিজেদের ভোট যাকে খুশি তাকে দিতে পারবো। রাতের বেলায় আর ভোট হবে না, দিনের ভোট দিনেই হবে। স্টুডেন্ট ক্লাবের যে কোন প্রয়োজনে আমার সহযোগিতা অব্যাহত থাকবে। কোন শিক্ষার্থী যদি আর্থিক অনটনের জন্য লেখা পড়া করতে না পারে তাকে আমরা সহযোগিতা করবো। সামাজিক দায়দবদ্ধতা থেকে এলাকায় মসজিদ, মাদ্রাসা, ধর্মীয় প্রতিষ্ঠান ও ক্লাবে সহযোগিতা করছি।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে দিনব্যাপী স্টুডেন্ট ক্লাবের উদ্যোগে দিনব্যাপী স্টুডেন্ট ক্লাবের ১৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লরেল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও ফুলবাড়িয়া (ময়মনসিংহ) সমিতির নির্বাহী সভাপতি বিএনপির নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম এ সব কথা বলেন।

অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান মাস্টার এর সভাপতিত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরত ই কামাল উজ্জ্বল ও ভাষ্যকার শাহজাহান মৃর্ধা এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিসেস রুমা ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আহমদ আলী সরকার, জিয়া মঞ্চ ময়মনসিংহ জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মাখন, স্টুডেন্ট ক্লাবের সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল মোত্তালিব বিল্লাল, স্টুডেন্ট ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সাব্বির আহমেদ রবিন, যুবদল নেতা মোঃ খাইরুল ইসলাম, যুবদল নেতা ওসমান গণি সরকার, আবু বকর ছিদ্দিক, সেলিম সরকার, ক্লাবের আশরাফুল ইসলাম নয়ন, হাবিবুর রহমান নিঝুম, শফিকুল ইসলাম রাজু, তানভীর আহমেদ, ফজলুল হক বাবু, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম আকাশ প্রমুখ।
বিজয়ের মাস উপলক্ষে পাতিল ভাঙ্গা, তৈলাক্ত কলা গাছে উঠা, গুগলি ধাঁধাঁ, পুকুরে হাঁস ধরা, মোরগ লড়াই, দৌড়, বস্তা দৌড়, অংক দৌড়, ঝুলন্ত রশি পাড় হওয়া, টাকা কুড়ানো, যেমন খুশি তেমন সাজ, রশি টান (বিবাহিত বনাম অবিবাহিত), পুকুরে বাঁশের সাকো পাড় হওয়া, বিস্কুট দৌড় ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন করে স্টুডেন্ট ক্লাব, চৌদার, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/