• শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

বছরের শেষদিনে কর্মজীবন শেষ করলেন ফুলবাড়ীয়া কলেজের গুণী দুই শিক্ষক

ফুলবাড়িয়া নিউজ / ১ পঠিত
আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

ডেস্ক রিপোর্ট : দুই হাজার চব্বিশ সালের শেষদিনে ফুলবাড়ীয়া কলেজের জনপ্রিয়, আদর্শিক সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান কর্মজীবনের শেষদিনে ৩১ ডিসেম্বর মঙ্গলবার শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করেন। তাঁদের শেষ কর্মদিবস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তারা হলেন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ হেলাল উদ্দিন ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ গাউছুর রহমান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যাপক হেলাল উদ্দিন বলেন, আমি মোঃ হেলাল উদ্দিন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রসায়ন বিভাগ, ফুলবাড়ীয়া কলেজ, ফুলবাড়ীয়া ময়মনসিংহ। আমি ১৯৯১ সালে শাহাবুদ্দীন কলেজের রসায়ন এর প্রভাষক হিসেবে চাকরি শুরু করি। পরবর্তীতে ১৯৯২ সালে ফুলবাড়ীয়া কলেজের রসায়ন বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করি। কালের প্রবাহে আমার দীর্ঘ ৩৪ বছরের শিক্ষকতা জীবন আজ শেষ হতে যাচ্ছে। আমার সহকর্মী জনাব মোঃ গাউছুর রহমান বাংলা বিষয়ে সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধানেরও শিক্ষকতা জীবনের আজ শেষ দিন। দীর্ঘ ৩৪ বছর সময়ে কলেজের বিভিন্ন দায়িত্ব পালন করতে গিয়ে অথবা সমাজে চলতে গিয়ে যদি কারোর প্রতি আমরা অন্যায় করে থাকি বা কারোর মনে কষ্ট দিয়ে থাকি তবে উক্ত দোষ ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সকলের কাছে দোয়া চাচ্ছি। সকলের জন্য আমাদের দোয়া ও শুভকামনা রইল।
অপর এক স্ট্যাটাজে ছাত্র শিক্ষক এফ এ নয়ন বলেন, আসলে ফুলবাড়ীয়া কলেজ যেসব অভিভাবক হারাচ্ছে তাদের গুণের কথা বলে শেষ করা যাবে না।
পরিশেষে একটি কথাই বলবো স্যার আমাদের ক্ষমা করবেন, প্রাণ খুলে আমাদের জন্যে দোয়া করবেন।
আমরাও দোয়া করি আপনারা পরিবার পরিজন নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/