ডেস্ক রিপোর্ট : ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ শ্লোগানে ফুলবাড়িয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নূরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল।
এ সময় সহকারী কমিশনার (ভুমি) পায়রা চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান, কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর মোহাম্মদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, নির্বাচন অফিসার তাজুল রায়হান, সমাজসেবা অফিসার মোজাম্মেল হক, কে আই ফাজিল মাদ্রাসার শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, ফুলবাড়ীয়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী তাসলিম জাহান অপি, ফুলবাড়ীয়া কলেজের শিক্ষার্থী বিএনসিসি’র মোঃ মেহেদি হাসান, কে. আই ফাজিল মাদ্রাসা শিক্ষার্থী মইনুল ইসলাম বক্তব্য রাখেন।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা, শিক্ষক- শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা পরিষদ চত্বরের সামনে জাতীয় পতাকা ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন, বেলুন উড়ানো ও দুর্নীতি বিরোধী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
https://slotbet.online/