ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মঙ্গলবার সকালে ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচিব আলামিন সাদাত, যুগ্ম আহ্বায়ক এজিএম ফাহাদ, এমদাদুল হক মিলন, পৌর ছাত্রদলের আহবায়ক হাসমত আলী মন্ডল, কলেজ ছাত্রদলের আহবায়ক রোমান মিয়া ছাত্রনেতা শাকিল আহমেদ, গাজী মাহমুদ, শামীম, মোকলেছুর, আকাশ, সম্পদ, আরজু প্রমুখ।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় মানবাধিকার সবার জন্য সমানভাবে প্রযোজ্য। সেই থেকে প্রতিবছর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
https://slotbet.online/