ডেস্ক রিপোর্ট : ফুলবাড়ীয়া থানা পুলিশ গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা সহ ১ জন আসামী, নিয়মিত মামলায় ১জন আসামী, সিআর সাজা পরোয়ানা মূলে ১জন আসামী, জিআর পরোয়ানা মূলে ৩জন আসামী সহ সর্বমোট ৬ জন আসামীকে গ্রেফতারপূর্বক রবিবার (১ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান।
ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোঃ আজিজুল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) অরিত সরকার এর নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।
থানার মামলা নং ২ (১২) ২৪ এর আসামী-১। মোঃ নাজমূল হক পিতা- মোঃ লাল মিয়া সাং কান্দানিয়া গড়পাড়া, ফুলবাড়ীয়া থানার মামলা নং ৩৮ (২) ২৩ এর ওয়ারেণ্টভূক্ত আসামী- ২। মোঃ তানভীর হোসেন পিতা মঞ্জুরুল ইসলাম সাং কান্দানিয়া, ফুলবাড়ীয়া থানার মামলা নং ২০ (৩) ২৪ এর ওয়ারেণ্টভুক্ত আসামী-৩। মোঃ লাল মিয়া ওরফে লালু ফকির পিতা মৃত নিজাম ফকির সাং কান্দানিয়া গড়পাড়া, ফুলবাড়ীয়া থানার মামলা নং ০২(২)২৩ এর ওয়ারেন্টভূক্ত আসামী ৪। নাজমূল হক পিতা মৃত হবি ফকির সাং ভবানীপুর নামাপাড়া, ফুলবাড়ীয়া থানার মামলা নং ৩(১২)২৪ এর এজাহার নামীয় আসামী-৫। মোঃ নাজমূল হোসেন রাসেল পিতা- আঃ সালাম সাং উজানপাড়া (পৌরসভা ২নং ওয়ার্ড) ফুলবাড়ীয়া সিআর ১২৮/১৭ এর ওয়াণ্টভুক্ত আসামী ৬। মোঃ জালাল মিয়া পিতা- সিরাজ আলী কবিরাজ সাং আছিম সর্ব থানা ফুলবাড়ীয়া জেলা ময়মনসিংহ।
https://slotbet.online/