• মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১০ অপরাহ্ন

কুসুম ও মীম স্মরণে ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা’র স্মরণ সভা

ফুলবাড়িয়া নিউজ / ৯ পঠিত
আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

ডেস্ক রিপোর্ট : ‘ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা’র ফেরদৌসী রহমান ও মীম স্মরণে আলোচনা সভা ও দোয়া’ ৩০ নভেম্বর শনিবার, বাদ মাগরিব, “ময়মনসিংহ অডিটোরিয়াম” ৭০/১ এলিফ্যান্ট রোড, ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা এর সাবেক সহ-সভাপতি, উপদেষ্টা ও ফুলবাড়ীয়ার দেওখোলা কালিবাজাইল মন্ডল বাড়ী হাই স্কুলের ম্যানেজিং কমিটি’র দীর্ঘদিনের সাবেক সভাপতি। তিনি (২৫/১১/২৩ ইং প্রয়াত) জনাবা ফেরদৌসী রহমান কুসুমের রুহের মাগফিরাত কামনায়।
অত্র সমিতি’র যুগ্ম মহা সচিব মোহাম্মদ আলী’র একমাত্র কন্যা (বরিশাল বিশ্ব বিদ্যালয়ের মেধাবী ছাত্রী) মায়িশা ফওজিয়া মীম (২২) বছর (৩০/১০/২০২৪ ইং প্রয়াত)। স্মরণে আলোচনা সভা, মিলাদ ও দোয়া ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা’র সভাপতি বীরমুক্তিযোদ্বা মাহফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে মহা সচিব ইঞ্জিঃ আব্দুর রাজ্জাক ও অতিঃ মহা সচিব মোঃ হেলাল উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় প্রয়াতদের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিভাগ সমিতি’র সহ-সভাপতি শিল্পপতি এ ডি এম সালা উদ্দীন হুমায়ুন, সহ সভাপতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক পরিচালক মোঃ আতিকুজ্জামান খান, সম্মানিত অতিথি সদস্য এড. খলিলুর রহমান, সহ সভাপতি অধ্যাপক আকবর সিরাজী,
সম্মানিত অতিথি সদস্য ও সাবেক সচিব হুমায়ুন খালেদ, সহ সভাপতি সায়্যিদুল করিম নসরত, অতিঃ মহা সচিব হাবিবুর রহমান তালুকদার, যুগ্ম মহা সচিব মোহাম্মদ আলী, যুগ্ম মহা সচিব আব্দুল মান্নান, সাংগঠনিক সচিব শফিকুর রহমান আকন্দ, সহ সাংগঠনিক সচিব মাহরুজ তালাল দাইয়ান, আইন সচিব জিতেন্দ্র চন্দ্র বর্মন, মহিলা সম্পাদক রীনা পন্ডিত, সম্মানিত অতিথি সদস্য ও সাবেক জি এম ইয়াকুব খান দুলাল, অধ্যক্ষ শফি খন্দকার, এড. নুরুল আলম, ইঞ্জি. মনিরুজ্জামান তকদীর, ইঞ্জি. এম এইচ খান টুটুল, ইঞ্জি. লোটন, জিয়াউর রহমান টুলু, ডাঃ ইব্রাহিম, সাইফুদ্দীন করিম মুন্না, শিল্পপতি শওকত হোসেন (নাভানা), এড. আমজাদ হোসেন, কবীর, মোঃ ইয়া হিয়া, ইঞ্জি. আলতাব হোসেন, ইঞ্জি. এরশাদুল্লাহ, মোঃ আসাদুল্লাহ, মোহাম্মদ আলী, আদনান শাহরিয়ার নাজিন, আবু রায়হান, হায়দার আলী, লতিফুল ইসলাম নিপুল, ডাঃ আব্দুর রহিম প্রমূখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হাই এবং মাওলানা মুকলেছুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/