ডেস্ক রিপোর্ট : ফুলবাড়িয়া পৌর সদরের আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান আলহেরা একাডেমী উচ্চ বিদ্যালয় ফুলবাড়ীয়া। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণ করে উপজেলাব্যাপী মানুষের মণি কোঠায় জায়গা করে নেয়। ধারাবাহিকতায় লেখা পড়ার মান উন্নয়নে মঙ্গলবার (২৬ নভেম্বর) অভিভাবক সমাবেশের আয়োজন করে কতৃপক্ষ। অভিভাবকদের সামনেই প্রকাশ করা হয় এসএসসি ২০২৪ ব্যাচের নির্বাচনী পরীক্ষার ফলাফল।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভূঞা। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ আঃ মজিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক ও ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ ফজলুল হক শামীম।
এ সময় বক্তব্য রাখেন বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ¦ মো: আ: মতিন, শিক্ষকদের পক্ষে মো: জাকির হোসেন, মনোয়ার হোসেন খান, ছাত্রনেতা তানভীর হাসান আসিফ, অভিভাবকদের পক্ষে আবুল কাশেম ও পরিক্ষার্থী মৌমিতা প্রমুখ। বিজ্ঞপ্তি
https://slotbet.online/