ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ আধুনিক হলরুমের বেইজ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল উপস্থিতিতে বেইজ ঢালাই কাজ শুরু করা হয়।
এ সময় উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো: মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ভুঞা, ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী ও ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদল, তদারকি কর্মকর্তা এলজিইডি’র উপ সহকারী কর্মকর্তা মো: মাহবুব হাসান, কার্য সহকারী শেখ ফারুক আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
https://slotbet.online/