ফুলবাড়িয়া : ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পাগল ছেলে রুবেল মিয়ার লাঠির আঘাতে বাবা হাবিবুর রহমান (৪০) নিহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) রাত অনুমান ৩.৩০ ঘটিকায় পাহাড় অনন্তপুর নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, হাবিবুর রহমানের ছেলে রুবেল একজন পাগল। তাকে বাড়িতে বেঁধে রাখা হত। সে সুযোগ পেলেই বিভিন্ন লোকদের আঘাত করতো। বৃহস্পতিবার দিবাগত রাতে খাবার খেয়ে বাবা হাবিবুর রহমান নিজ ঘরে ঘুমাইতেছিল। ঘুমের মধ্যে তার ছেলে রুবেল মিয়া (২০) বাঁশের লাঠি দিয়ে বাবাকে মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, নিহতের ছোট ছেলে সাগর হাসান ওরফে সোহেল বাদী হয়ে হত্যা মামলা দায়ের করলে একমাত্র আসামী রুবেলকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক:- কায়সারুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক:- মো: আব্দুস ছাত্তার
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ফুল্লরা শপিং সেন্টার (উপজেলা মসজিদ মার্কেট) উপজেলা পরিষদের গেইটের বিপরীতে, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
মোবাইল : ০১৭১৪-৫১৯৮৬০ । ইমেইল : fulbarianews@gmail.com
২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি