ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালালের বাবা জালাল উদ্দিন আহমেদ এর সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বাদ আছর উপজেলা মডেল মসিজদ ও উপজেলা পরিষদ পাঞ্জেগানা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়ায় অংশ নেন মসজিদে আগত স্থানীয় মুসল্লীরা।
উপজেলা মডেল মসিজদের ইমাম ও খতিব মুফতি মাওলানা ক্বারী আশরাফুল ইসলাম ও পাঞ্জেগানায় ইমাম মাওলানা ইসমাইল হোসেন দোয়া পরিচালনা করেন।
জালাল উদ্দিন আহমেদ বুধবার ভোর রাতে নিজ বাড়ি পাবনায় স্ট্রোক করলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। খবর পেয়ে মেয়ে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল ছুটে যান বাবার পাশে। তিনি সকল শুভাকাঙ্খীদের বাবার জন্য দোয়া করতে অনুরোধ জানিয়েছেন।
https://slotbet.online/