ডেস্ক রিপোর্ট : ‘অনিয়ম অপরাধের সাথে কোন আপোষ নয়’। ময়মনসিংহের হালুয়াঘাট থানা পুলিশের অভিযানে বর্ডার থেকে ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ব্যবসায়ী মর্জিনা বেগম (৪৪) গ্রেফতার হয়েছে। সে থানা এলাকার মহিষলেটি গ্রামের মোসলেম বেপারীর মেয়ে। গত ১৫ অক্টোবর ভোর ছয়টায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৪৫ বোতল ভারতীয় ফেন্সিডিল। যার বাজার মূল্য এক লক্ষ ৩৫ হাজার টাকা।
থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, বর্ডার এলাকা হওয়ায় থানা এলাকার বিভিন্ন স্থান দিয়ে ভারতীয় পণ্য ও নেশা জাতীয় দ্রব্য চোরাকারবারিরা দেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে থাকে। আমাদের আইন শৃঙ্খলার সদস্যরাও তৎপর থাকায় প্রায় প্রতিদিনই একাধিক অপরাধীরা গ্রেফতার হচ্ছে। আমাদের অভিযান নিয়মিত চলবে।
https://slotbet.online/