• শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন

তিনদিন ব্যাপী তাবলীগে ইজতেমার অনুমতি চেয়ে প্রশাসন বরাবর চিঠি

ফুলবাড়িয়া নিউজ / ৪১ পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
oplus_1024

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আন্ধারিয়াপাড়া মারকাজ মাঠে তিনদিন ব্যাপী তাবলীগে ইজতেমার অনুমতি চেয়ে ডিসি ও এসপি বরাবর চিঠি দিয়েছে আয়োজক কতৃপক্ষ। মঙ্গলবার ময়মনসিংহের জেলা প্রশাসক, পুলিশ সুপার বরাবর এ আবেদন জমা দেওয়া হয়েছে। এর আগে উপজেলা নির্বাহী অফিসার ও থানা অফিসার ইনচার্জ বরাবর অনুলিপি পৌঁছে দেন তারা।

আন্ধারিয়াপাড়া কেন্দ্রীয় মার্কাজের ভারপ্রাপ্ত আমীর ক্বারী আব্দুল মজিদ খান স্বাক্ষরিত চিঠি সুত্রে জানা যায়, ১৯৯৩ সাল থেকে আহলে হাদীস তাবলীগে ইসলাম এর উদ্যোগে ৩ দিন ব্যাপি কেন্দ্রীয় ইজতেমা মার্কাজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে। ধারাবাহিকতায় এবারও আগামী ৬,৭,৮ নভেম্বর ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। লক্ষাধিক মুসল্লীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত ইজতেমার অনুমতি ও সার্বিক নিরাপত্তা অতীব জরুরি।

আয়োজকদের পক্ষে চিঠি তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য অধ্যাপক মো. জসিম উদ্দিন, পৌর বিএনপি’র আহ্বায়ক এ.কেএম শমসের আলী, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল, কামরুজ্জামান মীর আজাদ, ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন বাদল, মার্কাজের ভারপ্রাপ্ত আমীর ক্বারী আ: মজিদ খান, সহকারী আমীর লোকমান আলী সরকার, হাজী আবুল হোসেন, মার্কাজ মসজিদের সভাপতি খন্দকার মাতাব উদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মাওলানা লুৎফর রহমান, আবু বকর, আবু নাঈম বাবুল প্রমুখ।

এর আগে সকালে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল ও ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান এর হাতে অনুলিপি পৌঁছে দেন আয়োজকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/