• শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০৫:০০ অপরাহ্ন

নেচে ও কেঁদে প্রতিমা বিসর্জন দিল সনাতন ধর্মালম্বীরা

ফুলবাড়িয়া নিউজ / ৪২ পঠিত
আপডেট : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

ডেস্ক রিপোর্ট : ‘অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও কল্যাণ এবং সব মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতির আকাঙ্খা নিয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রবিবার (১৩ অক্টোবর) শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় আয়োজনের শেষ দিনে ফুলবাড়িয়ায় ভক্তরা নেচে এবং কেঁদে দুর্গাকে বিদায় দিয়েছেন।

পৌর সদরের ৩টি মন্ডপ বড় পুকুরে বিসর্জন দেওয়া হয়। এ সময় ভক্তরা শেষ বারের মতো প্রণাম ও আর্শীবাদ গ্রহণ করেন। মিউজিকের তালে তালে নেচে আগতদের মাতিয়ে তোলেন ভক্তরা। দুর্গাকে পানিতে ভাসিয়ে পুকুর থেকে উঠে একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। এ যেন সত্যিই বিদায়ের সুর।

বিসর্জনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান, পুজা উদযাপন পরিষদ সভাপতি শ্যামল রতন দে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট, ফুলবাড়ীয়া উপজেলা শাখার আহবায়ক ও সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সভাপতি সনজীব রতন দে প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/