ডেস্ক রিপোর্ট : মন্ডপে শতভাগ সিসি ক্যামেরা, অতি গুরুত্বপূণ্য মন্ডপগুলোতে অগ্রাধিকার, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, গোয়েন্দা নজরদারি, আনসার সদস্য মোতায়েন সব মিলিয়ে ব্যাপক নিরবিচ্ছিন্ন উদ্যোগে দারুন খুশি হিন্দু ধর্মালম্বীরা। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে মাঠ প্রশাসনে অতীতের যে কোন সময়ের চেয়ে এবার অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট, ফুলবাড়ীয়া উপজেলা শাখার আহবায়ক ও সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সভাপতি সনজীব রতন দে বলেন, উপজেলার ৫৬ টি মন্ডপের মধ্যে ২৫ টি মন্ডপকে অধিক গুরুত্বপূণ্য (ঝুঁকিপুণ্য) হিসাবে চিহ্নিত করে সেখানে ৬ অক্টোবর হতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। গতকাল ৮ অক্টোবর হতে সকল মন্ডপে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে গেছেন। এবার মন্ডপের বরাদ্দ নিয়ে কোন সিন্ডিকেট ছিল না। প্রত্যেকটি মন্ডপে বাংলাদেশ সেনাবাহিনীর টিম একাধিকবার ভিজিট করেছেন। পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থার নজরদারি, মন্ডপ কমিটির সাথে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করে উপজেলা প্রশাসনের উদ্যোগ সত্যিই আমরা অভিভূত। ওয়াটসপ গ্রুপ সহ নানামুখী উদ্যোগে আমাদের আরও এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখায়। আমরা কৃতজ্ঞতা জানাই যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদেরকে সহযোগিতা করে চলেছেন।
উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল জানান, আজ মঙ্গলবার উপজেলার সকল মন্ডপে আনসার সদস্যরা পৌঁছে গেছে। এর আগে সকল মন্ডপগুলোতে শতভাগ সিসি ক্যামেরা নিশ্চিত করা হয়েছে। যে কোন তথ্য প্রদানের জন্য উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলা প্রশাসন থেকেও সার্বক্ষনিক সেবা নিশ্চিত করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্যাপ্টেন জোবায়ের এর নেতৃত্বে সেনাবাহিনীর টিম টহল অব্যাহত রেখেছেন। বিসর্জন পর্যন্ত আমরা সর্ব সাধারণের সহযোগিতা চাই।
https://slotbet.online/