ডেস্ক রিপোর্ট : ‘শিক্ষকের কন্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এ স্লোগানের আলোকে বিশ্ব শিক্ষক দিবসে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। ফুলবাড়িয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে শনিবার (৫ অক্টোবর) বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল।
এ সময় বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র দাস, ফুলবাড়ীয়া কলেজের সহকারী অধ্যাপক (অব.) মো. জসিম উদ্দিন, ফুলবাড়ীয়া কলেজের সহকারী অধ্যাপক মো: আজহারুল ইসলাম, ফুলবাড়ীয়া কে.আই মাদ্রাসার অধ্যক্ষ মো. ইউনুছ আলী, ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু উবায়দা বাবুল, আল-হেরা একাডেমী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাওলানা ফজলুল হক শামীম, ফুলবাড়ীয়া পাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পারভীন আখতার রেবা প্রমুখ।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: বিধান চন্দ্র দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার শাহী দিলশাদ এলীন, ফুলবাড়ীয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগম। আলোচনা সভা শেষে পরিষদ চত্বর হতে র্যালি বের হয়ে মেইন রোড হয়ে আবার পরিষদে এসে শেষ হয়। বহুদিন পর উপজেলা পরিষদ চত্বর হতে র্যালি মেইন প্রদক্ষিণ করল।
https://slotbet.online/