ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের হালুয়াঘাটের সাবেক সংসদ সদস্য (এমপি) জুয়েল আরেং এর প্রধান সহকারী (এপিএস) ও মাদকব্যবসায়ী সাজ্জাদ হোসেন সাগর (৩০) ও ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী নজরুল ইসলামকে গ্রেফতার করেছে হালুয়াঘাট থানা পুলিশ। গ্রেফতাকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের।
থানা সূত্রে জানা যায়, থানা পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী, চোরাকারবারি ও বিভিন্ন মামলার আসামি সাবেক এমপি জুয়েল আরেং এর প্রধান সহকারী, উপজেলা যুবলীগের সদস্য সাজ্জাদ হোসেন সাগর কে সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করা হয়। উত্তর বাজার এলাকার আকরাম হোসেনের পুত্র। সাগরকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
অপরদিকে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি নজরুল ইসলামকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করা হয়। তিনি থানা এলাকার পূর্ব পাবিয়াজুড়ি গ্রামের মৃত নজুম উদ্দিনের পুত্র।
প্রকাশক:- কায়সারুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক:- মো: আব্দুস ছাত্তার
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ফুল্লরা শপিং সেন্টার (উপজেলা মসজিদ মার্কেট) উপজেলা পরিষদের গেইটের বিপরীতে, ফুলবাড়িয়া, ময়মনসিংহ।
মোবাইল : ০১৭১৪-৫১৯৮৬০ । ইমেইল : fulbarianews@gmail.com
২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি