• বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন

হালুয়াঘাট থানা পুলিশের চেক পোস্টে দেড় লাখ টাকার জিরা জব্দ

ফুলবাড়িয়া নিউজ / ৩৬ পঠিত
আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪

ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের হালুয়াঘাট থানা পুলিশের তল্লাশি চৌকিতে এবার প্রায় দেড় লাখ টাকার জিরা জব্দ হয়েছে। এ সময় গ্রেফতার হয়েছে চোরাকারবারি মোঃ সিদ্দিক মিয়া ও নূর মোহাম্মদ নামের দুই প্রতারক ব্যবসায়ী।

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিরাতের ন্যায় থানা এলাকার পূর্ব মনিকুরা আদর্শ স্কুলের পাশে তিন রাস্তার মোড়ে তল্লাশির চৌকি বসানো হয়। সোমবার দিনগত (০১ অক্টোবর) রাত ০৩:১৫ মিনিটে এস আই শুভ্র সাহা এর নেতৃত্বে ময়মনসিংহ যাওয়ার পথে একটি অটো রিক্সায় তল্লাশি চালানো হয়। এ সময় ১৮০কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা।
এ অভিযোগে চোরাকারবারি মৃত জনাব আলীর পুত্র মোঃ সিদ্দিক মিয়া (৪০) ও মৃত- জনাব আলীর পুত্র নূর মোহাম্মদ (২৮) গ্রেফতার করা হয়। তারা একই থানার পূর্ব গোবরাকুড়া গ্রামের বাসিন্দা।

থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, নিয়মিত অভিযানের অংশ হিসাবে প্রতিরাতেই তল্লাশির চৌকি বসানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫খ(১) ধারায় মামলা রুজু করে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/