ডেস্ক রিপোর্ট :
বিদায় বেলায় যুব ফোরামের কেক কেটে ফুলবাড়িয়া ছেড়েছেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়িয়া এপি ম্যানেজার জেমস বিশ্বাস। গত ১ মাস ধরে তার চোখে ছিল ছেড়ে যাওয়ার পানি। কর্মকালীন এনজিও এবং উপজেলা প্রশাসনের সাথে এক হয়ে কাজ করার কারণেই সেবাগ্রহিতার মাত্রা অনেক বেশি ছিল। যার কারণে যাওয়ার সময় স্মৃতিময় সেই মুহুর্তগুলো তাকে বার বার পেছনে নিয়ে যাচ্ছিল। কয়েকদিন যাবত বিভিন্ন পর্যায় থেকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হচ্ছে আর তিনি চোখের জল নিয়েই তা সাদরে গ্রহণ করছেন।
এক অক্টোবর নতুন কর্মস্থল চাপাইনবাবগঞ্জে যোগদান করার কথা থাকলেও তিনি ২৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় ফুলবাড়িয়া ছেড়েছেন। যাওয়ার প্রাক্কালে সকাল ১১টায় ফুলবাড়িয়ার আলোচিত সামাজিক সংগঠন ‘যুব ফোরাম’ আয়োজিত কেক কাটেন। এর আগে তাদের দেওয়া ভালোবাসার ফুল ও সম্মাননা স্মারক গ্রহণ করেন।
ওয়ার্ল্ড ভিশনের অক্টোবর হতে সেপ্টেম্বর অর্থ বছর। সেই হিসাবে অর্থ বছরের শেষ দিন ঢাকা হেড অফিসে আভ্যন্তরীণ গেদারিং প্রোগ্রাম হয়ে থাকে। সেই প্রোগ্রামে স্থায়ীভাবে কর্মরত সকল স্তরের কর্মকর্তারা উপস্থিত থাকেন। ঢাকায় আয়োজিত প্রোগ্রামে যোগদান করতে পুরো টিম ২৯ সেপ্টেম্বর ফুলবাড়িয়া ত্যাগ করেন। সেখানকার অনুষ্ঠান শেষ করে চাপাইনবাবগঞ্জে নতুন কর্মস্থলে যোগদান করবেন চৌকস ম্যানেজার জেমস বিশ্বাস।
https://slotbet.online/