ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের হালুয়াঘাট থানা পুলিশের অভিযানে গরু চোর, মাদককারবারিসহ পরোয়ানা ভুক্ত পলাতক আসামী গ্রেফতার করে শনিবার (২৮ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে গরু, যার আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা এবং মাদকের মূল্য ৫২ হাজার টাকা ।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে। অনিয়ম ও অপরাধের সাথে আমাদের কোন আপোষ নেই।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, হালুয়াঘাট থানা পুলিশের অভিযানে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) পলাশতলা এলাকা থেকে একটি চোরাই গরু সহ আসামি কাউসার মিয়া (২৫), পিতা-মৃত নুর ইসলাম ও মোঃ বাবুল মিয়া (২৬), পিতা-ইদ্রিস আলী কে গ্রেফতার করা হয়। তাদের বাড়ি উত্তর পলাশতলা গ্রামে।
থানা এলাকার তেলেখালি থেকে ৩৫ বোতল ভারতীয় মদ সহ মাদক ব্যবসায়ী মোঃ শফিকুল ইসলাম(১৯) গ্রেফতার করা হয়। সে তেলেখালি আলম মিয়ার ছেলে।
শাপলা বাজার এলাকা থেকে পরোয়ানা ভুক্ত পলাতক আসামি ইমরান খান ওরফে মনির হোসেন কে গ্রেফতার করা হয়। সে দক্ষিণ ইটাখোলা মোহাম্মদ মোখলেস উদ্দিনের পুত্র।
https://slotbet.online/