ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা সদরে যে মঞ্চে (মহান মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ চত্বর) নৃত্যানুষ্ঠান হত সেই (বর্তমান গোল চত্বর) মঞ্চে মাগরিবের নামাজ আদায় করে ইতিহাস সৃষ্ট করেছেন নেতারা। সোমবার (১৬ সেপ্টেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত উম্মুক্ত সাংস্কৃতিক জলসা চলাকালে এমন ঘটনায় জনমনে আলোড়ন সৃষ্টি করে।
নামাজে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ও ময়মনসিংহ জেলা জামায়াতের সাবেক জেলা আমীর অধ্যাপক মো. জসিম উদ্দিন। এ জামায়াতে অংশ নেন বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশত নেতা কর্মী।
জলসায় অংশ নিয়ে অধ্যাপক জসিম উদ্দিন বলেন, ছাত্র ও ইসলামী জনতার প্রচেষ্টার ফলে বাংলাদেশে এক সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে। যেসব স্থানে নৃত্যানুষ্ঠান হত সেসব স্থানে আজ ইসলামী সংগীত পরিবেশিত হচ্ছে। ফুলবাড়িয়ার এ স্থানটিতে কী হতো তা আপনারা ভালো করে জানেন। এর মধ্যদিয়ে ছাত্ররা জানান দিচ্ছে সমস্ত ইসলামী শক্তি একত্রিত হয়ে বাংলাদেশের প্রত্যেকটি জায়গা আল্লাহর দিন কায়েম করার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানের আয়োজন করে ফুলবাড়িয়া সাংস্কৃতিক ঐক্য।
https://slotbet.online/