ডেস্ক রিপোর্ট : ধারাবাহিক অভিযানের অংশ হিসাবে এবার ৩২ বোতল ভারতীয় মদ সহ দুই ব্যবসায়ী ধরা খেয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট থানা পুলিশের অভিযানে। এসআই মানিক মিয়ার নেতৃত্বে ময়মনসিংহ হালুয়াঘাট রোডের গাঙ্গিনার পাড় নামক স্থানে (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তল্লাশির চৌকি বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মোটরসাইকেল যোগে ভারতীয় মদ বিক্রির উদ্দেশ্যে ময়মনসিংহে নিয়ে যাবে। ময়মনসিংহ- হালুয়াঘাট রোডের গাঙ্গিনার পাড় নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩২ বোতল ভারতীয় ও মোটরসাইকেল জব্দ করে দু’জন আটক করা হয়।
বিভাস সরকার (৩৫) পিতা-ধীরেন্দ্র সরকার সাং-চর সিরতা (বর্তমান নতুন বাজার রেলগেইট এর পূর্ব পাশে ছোট রেলব্রীজ সংলগ্ন রেললাইন এর উত্তর পাশে সরকারী কলোনী (ভাসমান)) , ও দীপ চন্দ্র দাস (২৩) পিতা-রুপন চন্দ্র দাস, সাং-বয়ড়া হিন্দুপাড়া (বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন) উভয় থানা- কোতোয়ালী মডেল, ময়মনসিংহ।
অপরদিকে পরোয়ানা ভুক্ত আসামি হ্যাপি (৩০), স্বামী-এমদাদুল ও মাহমুদা (২৪) স্বামী-আজিজুল উভয় সাং-জুকাবিলের কান্দা থানা-হালুয়াঘাট জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের বলেন, অপরাধ নিয়ন্ত্রনে পুলিশ জিরো ট্রলারেন্স। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তারা চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
https://slotbet.online/