ডেস্ক রিপোর্ট : সারা দেশের ন্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়ার মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসা জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফুলবাড়িয়ায় মানববন্ধন হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১.৩০মিনিট হতে দুপুর ১২.৩০মিনিট পর্যন্ত উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা পরিবার।
আল-হেরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মজিদ এর সভাপতিত্বে হরেকৃষ্ণ ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইদুর রহমান সাইদ মাস্টারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ফুলবাড়ীয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, নিজাম উদ্দিন খান, কাজী আতাউর রহমান, সুপার জিএমএম নুরুল ইসলাম, মাওলানা আব্দুল হক প্রমুখ।
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠন বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও শিক্ষা বিভাগের সিনিয়র সচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
https://slotbet.online/