ডেস্ক রিপোর্ট : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ও পৌরবিএন পি’র মতবিনিময় সভা সাবেক এমপি ইঞ্জিনিয়ার শামছ উদ্দিনের বাসভবন আছিমের দেশপ্রেমে অনুষ্ঠিত হয়। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ আজিজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ইঞ্জিনিয়ার শামছ উদ্দিন আহমেদের সহধর্মীনি আখতার সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএন পির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান সিরাজ সাজু, কামরুজ্জামান মীর আজাদ, বিএনপির নেতা এডঃ মাহবুবুর রশীদ তামান্ন, হযরত মাও ওয়াজেদ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, সাইদুর রহমান কাঞ্চন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক প্রভাষক জাহাঙ্গীরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ভার্চুয়াল বক্তব্য দেন ইঞ্জিনিয়ার শামস উদ্দিন আহমেদ এর সুযোগ্য পুত্র রানা তিনি বলেন, আমার পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। আগামী দিনে ফুলবাড়িয়া উপজেলায় ধানের শীষের প্রার্থী বিজয়ী হবে।আপনাদের পাশে আছি এবং থাকবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
উল্লেখ্য যে,ফুলবাড়িয়া উপজেলা ও পৌর বিএনপির সার্বিক রাজনৈতিক বিষয়ে আলোচনা করা হয়।
https://slotbet.online/