• বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

মাইক্রোবাস ভর্তি কম্বল উদ্ধারে হালুয়াঘাট থানা পুলিশ

ফুলবাড়িয়া নিউজ / ৬৩ পঠিত
আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

ডেস্ক রিপোর্ট : দেশের সীমান্তবর্তী থানা ময়মনসিংহের হালুয়াঘাট। অনুমোদন ছাড়াই আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা দু’দেশের পন্য আনা নেওয়া করে থাকে। সম্প্রতি দেশের সীমান্তবর্তী থানা হালুয়াঘাটের দায়িত্ব পেয়েছেন চৌকস পুলিশ অফিসার আবুল খায়ের। চলতি মাসের ২৩ সেপ্টেম্বর যোগদান করে আইন শৃঙ্খলা উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। জোরদার করেছেন গোয়েন্দা নজরদারিও।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২৬ সেপ্টেম্বর হালুয়াঘাট থানাধীন ধারা বাজার অগ্রণী ব্যাংকের সামনে পুলিশ চেকপোস্ট বসান। খবর ছিল হালুয়াঘাট-ময়মনসিংহ গামী রাস্তা দিয়ে ভারতীয় চোরাই পণ্য পাচার হবে। রাত পৌনে ১১টার দিকে পুলিশী চেকপোস্টে একটি সাদা হায়েস মাইক্রোবাস তল্লাশি করা হয়। পাওয়া যায় মাইক্রোবাস ভর্তি ৫০ টি ভারতীয় কম্বল। উদ্ধারকৃত কম্বলগুলোর আনুমানিক মূল্য ২ লাখ টাকা। ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন জামালপুর জেলার মেলান্দহ থানার হাজরা বাড়ি গ্রামের ফেরদৌস মিয়ার পুত্র মোঃ রুবেল (২৫) ও একই জেলার জামালপুর সদর থানার বগাবাইদ গ্রামের আসাদুজ্জামানের পুত্র আজমাইন মাহাতাব লাবিব (২২)। ঘটনায় তাদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে।

থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের অভিযানের সততা স্বীকার করে বলেন, উদ্ধার মালামাল থানা হেফাজতে আছে। গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর
https://slotbet.online/